10 w ·Translate

আমি হারিয়ে গেলে ও কেউ নেই
আমাকে খোজার মতো,
আমি দুঃখ পেলেও কেউ নেই
আমাকে বুঝার মতো।।
আমার কষ্টগুলো আমি
একাই পুষে রাখি,
সবার সামনে মিথ্যা মিথ্যা
হাসি খুশিতে থাকি।।
আমিতো কারও ক্ষতি চায়নি,
চেয়েছি সবার ভালো,
তাহলে মোর চাওয়াগুলো কেনও পায়নি পুর্নতা
জীবন টা কেনও হলো আজ এলোমেলো।।
আমার ভাবনাতে সে থাকে সারাক্ষণ
হয়তো ভুলবো না কোনও দিন,
আনি চায় থাকুক সে ভালো
আমি বিহীন।।
লাভলী মিফতা।।।