10 w ·Translate

রাজকুমার আমি যাই
যেতে যেতে তোমাকে কুড়াই।
তুমি যে ফুলের মতো ছিলে,
ঝরে যাওয়া তারার মিছিলে।
আমি তা-ই
তুমি ভেবে সবটা কুড়াই।
কিছুই রাখি না ফেলে পথে,
'তুমি নেই', ছিলো না শপথে,
আমি তাই, যতদূর যাই,
পুরনো পথের ধুলো খুঁজে,
তোমাকে কুড়াই।

♥রাজকুমারি