10 w ·Translate

প্রেয়সীর প্রেমাঞ্জল

প্রেমাতাল আজ অবুজ হৃদয়
দিব্যি তোমায় খুঁজে
একটি নজর দেখবে বলে
কল্পনায় চোখ বুজে।

নীলাকাশে চোখটি মেরে
পলক খুলে দেখে
তোমায় নিয়ে ভাবছে মন
নিজের গল্প রেখে।

প্রেমোজলে বিভোর হবে
তোমার দেখা পেয়ে
ডাগর ডাগর আঁখিযুগল
নজর নিবে ছুয়ে।

আলতো হাতে অধরস্পর্শে
নিবে বরণ করে
আচল প্যাচে ঢেকে নিবে
দুষ্টু পাগলটারে।

রজনীতে যত্ন করে
নিদ্রা চোখে দিবে
সূর্যোদয়ের পূর্বক্ষণে
ঘুম'ও কেড়ে নিবে।

জায়নামাজ বিছিয়ে রেখে
অধীর অপেক্ষা করবে
দু' জন মিলে নামাজ পড়ে
প্রভুর তরে চরবে।

রোজ সকালে দূর্বাঘাসে
শিশির ভেজায় হাটবে
পাকপাকালি মধুর স্বরে
কুহু কুহু ডাকবে।

এ বন্ধনে আসবেনা কভু কারফিউ
তোমার অজান্তেও বলি আই লাভ ইউ।