কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম (২০২৩): অনলাইন ইন্টারনেটে টাকা আয় করার সবচেয়ে সহজ এবং লাভজনক উপায় হলো ইউটিউব (YouTube)। হে, ইউটিউবে চ্যানেল তৈরি করে তাতে ভিডিও আপলোড দিয়ে টাকা আয় করাটা অবশই অনেক সহজ কথা। আজ অনেকেই, এই YouTube business করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন।
আপনি যদি এই অনলাইন ব্যবসা ঘরে বসে করতে চান, তাহলে আগে YouTube চ্যানেল কি এবং কিভাবে চ্যানেল তৈরি করবেন সেটা জেনেনিতে হবে।
অবশই আপনি এই আর্টিকেলে YouTube চ্যানেল কি এবং কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো সবটা জেনেনিতে পারবেন।
এমনিতে একটি কম্পিউটার এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পূর্ণ আলাদা।
কেননা, মোবাইলের ক্ষেত্রে আমরা YouTube mobile app ব্যবহার করে অনেক সহজেই চ্যানেল তৈরি করে নিতে পারি।
তবে, কম্পিউটার বা ডেস্কটপ এর ক্ষেত্রে আমাদের YouTube-এর ওয়েব সাইটে গিয়ে চ্যানেল তৈরি করতে হয়।
এমনিতে, মোবাইল বা কম্পিউটার দুটো উপায়েই আপনারা অনেক সহজেই নিজের একটি ফ্রি ইউটিউব চ্যানেল বানিয়ে নিতে পারবেন।
চলুন তাহলে, নিচে আমরা একে একে জেনেনেই, YouTube এর মধ্যে একটি চ্যানেল তৈরি করতে কি কি লাগবে এবং চ্যানেল তৈরির নিয়ম কি।
ইউটিউব চ্যানেল কি ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
কিভাবে ইউটিউবে চ্যানেল খোলা যায় সেটা আমি আপনাদের অবশই বলবো। কিন্তু, চলুন আগে একটি YouTube channel কি সেটা জেনেনেই।
আসলে YouTube গুগলের একটি ভিডিও হোস্টিং সার্ভিস (service) বা ওয়েবসাইট।
এই ওয়েবসাইট আমাদের ফ্রীতে কোনো টাকা না নিয়ে অনেক রকমের ভিডিও গুলো মোবাইল বা কম্পিউটারের দ্বারা অনলাইনে দেখতে দেয়।
এখানে আপনি সবরকমের ভিডিও, গান, সিনেমা, সিরিয়েল, টিউটোরিয়াল ভিডিও এবং অনেক অনেক রকমের ভিডিও দেখতে পারবেন।
আর, সোজাসোজি ভাবে বলতেগেলে YouTube হলো বর্তমানের সব থেকে জনপ্রিয় একটি ভিডিও স্ট্রিমিং (video streaming) প্লাটফর্ম।
এখন, ইউটিউবে যেই ভিডিওগুলি আপনি দেখেন সেগুলি সেখানে কিভাবে আসে ? কে YouTube এ সেই ভিডিওগুলি আপলোড করে ?
এই প্রশ্নোর উত্তর হলো, “আমার আর আপনার মতো লোকেরা“.
হে, আমার এবং আপনার মতো লোকেরা ইউটিউবে ভিডিও আপলোড করেন YouTube চ্যানেলের মাধ্যমে।
YouTube এর একটি চ্যানেল একটি ইউটিউব প্রোফাইলের মতন।
যেরকম আমরা ফেসবুক বা টুইটারে প্রোফাইল তৈরি করি সেরকম ইউটিউবে চ্যানেল খোলা মানে একটি ইউটিউব প্রোফাইল বানানো।
একটি ইউটিউবের চ্যানেল বানানোর পর আপনার একটি চ্যানেলের নাম থাকবে এবং সেই চ্যানেলের নামের বা প্রোফাইলের মাধ্যমে আপনি ইউটিউবে নিজের বানানো ভিডিও আপলোড দিতে পারবেন এবং লোকেদের সেই ভিডিও দেখাতে পারবেন।
লোকেরা আপনার চ্যানেলে গিয়ে আপনার আপলোড করা সবকয়টা ভিডিও দেখেনিতে পারবে।
তাহলে সোজাসোজি ভাবে বললে, একটি YouTube channel হলো আপনার একটি YouTube প্রোফাইল,
যার দ্বারা আপনি নিজের বানানো ভিডিও YouTube এ আপলোড করতে পারবেন এবং আপনার সেই চ্যানেলের মাধ্যমে লোকেরা আপনার আপলোড করা ভিডিও দেখতেও পারবেন।
কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন । কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
ইউটিউবে একটি চ্যানেল বানানোর জন্য সবচে আগে আপনার প্রয়োজন হবে একটি গুগল জিমেইল একাউন্টের।
হে, YouTube গুগলের একটি service বা product আর তাই ইউটিউবে signing বা লগইন করার জন্য আপনার একটি জিমেইল আইডি প্রয়োজন হবে।
আপনার যদি জিমেইল আইডি নেই, তাহলে জিমেইলে একটি ফ্রি ইমেইল একাউন্ট কিভাবে বানাবেন এই আর্টিকেলের মাধ্যমে জেনেনিন।
তাহলে চলেন এখন আমরা নিচে ইউটিউবে চ্যানেল বানানোর প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ জেনেনেই।
arham ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md Rabin
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mahbubul Khan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?