Website কি?

এমনিতে ওয়েবসাইট কি, এই বিষয়ে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি।

সোজা এবং সরল ভাবে বলতে গেলে ওয়েবসাইট হলো একাধিক ওয়েবপেজ (web-pages) গুলোর একটি তালিকা বা সংগ্রহ।

এই ওয়েব পেজ (web-page) গুলোকে কেবল অনলাইনে ইন্টারনেটের মাধ্যমেই আপনি অ্যাক্সেস (access) করতে পারবেন।

তাই, সোজা এবং সরল ভাবে বলতে গেলে, একাধিক ওয়েব পেজ এর একসাথে মিশ্রণ বা জমা হয়ে তৈরি হয় একটি ওয়েবসাইট।

একটি ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করার আগে আপনাকে সেই ওয়েবসাইটের নাম বা ডোমেইন নাম জানতে হবে।

ওয়েবসাইটের ডোমেইন নাম আবার web address নামেও পরিচিত।

একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা ধরণের কনটেন্ট (content) গুলো থাকতে পারে।

যেমন, text, color, graphics, animation, video, sound ইত্যাদি।

যখন আপনাকে কেও কোনো ওয়েবসাইটের নাম বা ওয়েব এড্রেস (web address) দিয়ে থাকে, তখন মূলত সেটা সেই ওয়েবসাইটের মুখ্য পাতা বা হোম পেজ (home page) হয়ে থাকে।

এখন, একটি website এর home page থেকে আপনি চাইলে ওয়েবসাইটের আলাদা আলাদা বিভাগ গুলোতে প্রবেশ করতে আলাদা আলাদা কনটেন্ট গুলো পড়তে পারবেন।

একটি website এর মধ্যে মাত্র একটি বা একাধিক pages থাকতে পারে।

তবে এটা আপনার ওপর বা যে ওয়েবসাইট তৈরি করছে তার ওপর নির্ভর করছে যে সে কি ধরণের ও কেমন কনটেন্ট তার ওয়েবসাইটে রাখছেন।

অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে কেবল একটি মাত্র পেজ (home page) থেকে থাকে।