ওয়েবসাইটের চাহিদা এতটা বেশি কেন ?

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে লোকেরা অনলাইনে মূলত দুটো বা তিনটি কারণেই ওয়েবসাইট ভিসিট করে থাকেন।

১. নতুন তথ্য জানার জন্যে
আজকাল আমাদের যেকোনো বিষয়ে তথ্য জানার দরকার বা প্রয়োজন হয়ে থাকলে আমরা সরাসরি ইন্টারনেটে গিয়ে Google বা অন্যান্য search engine গুলোতে সার্চ দিয়ে থাকি।

আর, সার্চ ইঞ্জিন গুলো আমাদের খোজ করা তথ্য গুলো বিভিন্ন website গুলোর মাধ্যমে আমাদের সামনে রেখে দেয়।

হতে পারে আপনি স্কুল বা কলেজের ছাত্র এবং কোনো প্রজেক্ট বা পড়াশোনার সাথে জড়িত তথ্য খুঁজছেন।

এছাড়া, হতে পারে আপনি নিজের দেশের বা বিশ্বজুড়ে ঘটে চলা খবর গুলো জেনেনিতে চাইছেন।

বা, নিজের সাধারণ জ্ঞান বাড়ানোর জন্যে বিভিন্ন বিষয়ে জেনেনিতে চাইছেন।

বিজ্ঞান, পড়াশোনা, গবেষণা, সাধারণ জ্ঞান, খবর ইত্যাদি যেকোনো বিষয়ে তথ্য গ্রহণ করার ক্ষেত্রে এই ওয়েবসাইট গুলো আমাদের কাজে এসে থাকে।

২. অনলাইন শপিং (Online shopping)
বর্তমান সময়ে আমরা যেকোনো জিনিস কেনার জন্যে অনলাইনে বিভিন্ন অনলাইন শপিং ওয়েবসাইট গুলো ভিসিট করে থাকি।

সেটা কাপড় জামা থেকে শুরু করে, মোবাইল বা ল্যাপটপ কেনা বা যেকোনো জিনিসই হতে পারে, আজকাল প্রায় প্রত্যেক জিনিস আমরা অনলাইন অর্ডার করে থাকি।

বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন শপিং ওয়েবসাইট গুলো এমনিতে কোনো ধরণের তথ্য প্রদান করে থাকেনা।

সেখানে আপনারা তাদের পণ্য বা সেবা গুলোর ছবি এবং সেই পণ্যের সাথে জড়িত তথ্য গুলো দেখে থাকেন।

তবে যাই হোক না কেন, অনলাইন শপিং ওয়েবসাইট (e-commerce website) গুলো এখনের সময়ে অনলাইনে কেনাকাটা করার জন্যে অনপ্রিয়।

৩. File Download
বর্তমান সময়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট গুলোতে গিয়ে বিভিন্ন ধরণের file গুলো download করে থাকি।

যেমন, movies, games, software ইত্যাদি বিভিন্ন ধরণের কনটেন্ট গুলো নিয়মিত ডাউনলোড করা হয় এই ওয়েবসাইট গুলোর দ্বারা।

এছাড়া, আরো প্রচুর কাজে আমরা ইন্টারনেটে গিয়ে বিভিন্ন ধরণের ওয়েবসাইট গুলো ভিসিট করে থাকি।

৪. Blog ওয়েবসাইট
একটি ব্লগ সাইট (blog) অবশই এক ধরণের website যেখানে আমরা মূলত text, video এবং audio কনটেন্ট গুলো পেয়ে থাকি।

এখন যে আপনারা আমার এই আর্টিকেলটি পড়ছেন, এটাও কিন্তু একটি ব্লগ ওয়েবসাইট।

আমার এই ব্লগ এর দ্বারা আপনারা একটি নির্দিষ্ট বিষয়ে (ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়) টেক্সট আর্টিকেলের দ্বারা তথ্য গ্রহণ করতে পারছেন।

তাহলে, আমরা এটাই বুঝতে পারি যে ইন্টারনেটের মাধ্যমে একটি ওয়েবসাইটে প্রবেশ করার বিভিন্ন কারণ থাকতে পারে।

চলুন, এখন আমরা সরাসরি জেনেনেই, আমরা কিভাবে একটি ওয়েবসাইট বানাব ?