যত অল্প বয়সে জীবনের ছোট ছোট বাঁধা আসবে,
মনে রাখবেন এগুলো আপনার ভবিষ্যতের ভিত্তি।
শুধু শিক্ষার্থীকে ভালো মন্দটা বুঝে নিতে হয়,
কারো চরিত্রে যদি গরিমা কিংবা মিথ্যাচার থাকে
তবে সে ঘটে যাওয়া বাধা বিপত্তিতেও শিক্ষা নেয়না।
#সৃষ্টি
#premdevota
গল্পটা এক রাতের
কোন এক সকালে বাইক চালাচ্ছিলাম। এমন সময় এক বান্ধবীর ফোন এল। সে চট্টগ্রামে থাকে। পেশায় একজন উপস্থাপক। সে ঢাকায় এসেছে, উঠেছে আমারই ছোট ভাইয়ের বাসায়। সাথে আছে তৌহিদ ভাই। যাইহোক, অনিচ্ছায় হলেও গিয়েছি দেখা করতে। এদিকে ছোট ভাইয়ের বউ এর প্রথম আবদার। নিজের মানসিকতায় বিরক্তি। তবুও প্যারা নিয়ে বান্ধবী ও ভাইয়ের বউকে বাইকে করে নিয়ে গেলাম মাওয়া ঘাট ইলিশ খাইতে। আর বাকি দুজন ও ছিল। বলে রাখি আমি কিন্তু বাইকে করেই তাদের নিয়ে গিয়েছিলাম। ঘাট গিয়ে যখন পৌছাই তখন রাত ১১ টা। ঘাটের পাড়ে বসে ব্যাগের ভেতর থেকে মদের বোতল বের করে খাইতে থাকলাম। আমাকে দেখে সবাই চাইতে লাগল। সবাই খাওয়ার পর মাতাল হয়ে বলতে লাগল, ফেরি পার হবে। মেজাজ আমার তিরিক্ষে। যাইহোক, নিয়ে গেলাম ওপাড়। ওপাড় গিয়ে ইলিশ ভোজ। তারপর আমার কাছে আর মদ নাই । আমি সিগারেটের মতই এক মাহিন্দ্রা ড্রাইভারের কাছে গিয়ে সরাসরি বললাম, মামা একটু গাঞ্জা দাও না। সে বলল, কত টাকার লাগবে বলেন আমি ব্যবস্থা করে দিই। আমাকে দেখতে বাকিরা যখন পিছনে তখন আমি গাজা ম্যানেজ করে বানানো শুরু করলাম। সবাই জয়েন করে শেষ করে যখন বললাম, চল বাসায় যাই। বাকিরা সুর তুলল, সুন্দরবন যাবে।
বলে রাখি পুরো ঘটনা কিন্তু ঘটছে লক ডাউনে। ঈদের ২য় দিন। আমি বললাম, মাথা খারাপ নাকি? বাইক নিয়ে পারবনা। তারা অবিবেচকের মত করে বলে বাইক কোথাও জমা রেখে যাওয়ার জন্য।
আমি কঠোর কন্ঠে বললাম, বাইক আমার প্রেমিকা। মেজাজ খারাপ করিও না।
কি জানি কি ইমোশনাল প্যারায় শেষমেষ রাজি হয়ে রওনা দিলাম, কুয়াকাটা বিচের উদ্দেশ্যে।
রাত তখন ১২ টা।
#সৃষ্টি
#premdevota
#myevent
arham ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?