আপনার যদি লেখালেখি করার ইচ্ছে এবং কিছুটা অভিজ্ঞতা থাকে অথবা আপনি যদি একজন প্রফেশনাল শ্রেণীর লেখক/লেখিকা হয়ে থাকেন তাহলে jorapata ব্লগিং প্লাটফর্ম আপনার জন্য খুব সহযোগী হবে। এছাড়াও আমাদের মধ্যে যাদের লেখালেখির অভ্যাস রয়েছে কিন্তু নিজের মতো লেখা প্রকাশ করার কোনো প্লাটফর্ম পাচ্ছি না অথবা আপনি লিখলেও আপনার লেখা চুরি হয়ে যাচ্ছে অন্য কোথাও তাদের জন্যই jorapata ব্লগিং প্লাটফর্ম।
আপনার কনটেন্ট টি jorapata ডটকম ওয়েবসাইটে পাবলিশ হওয়া মানে শুধু এই নয় যে এটি আমাদের প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকছে। বরং আপনার যুক্তিযত ও উপযোগী কন্টেন্টটি পড়বে দেশ এবং দেশের বাইরের লক্ষাধীক পাঠক।
এছাড়াও আপনার সময় ও যুগোপযোগী কন্টেন্টি অন্যরা যেমন উপকৃত হবে তেমন আপনার মেধা ও শ্রমের সম্মানীও প্রদান করে থাকে jorapata ডটকম। আর এর জন্য হতে হবে সৃজনশীল ও গ্রহণযোগ্য নিয়ম কানুনের অংশ।
আপনি যদি আপনার স্মার্টফোনের মাধ্যমে jorapata ডটকমে যুক্ত হতে চান তাহলে অনলাইনে গিয়ে jorapata.com লিখে সার্চ করুন এবং আপনার সাধারণ তথ্য গুলো দিয়ে রেজিস্ট্রার করুন। রেজিস্ট্রেশন হওয়ার পরে পরেই আপনি আপনার কনটেন্ট jorapata ডটকমে সাবমিট করতে পারবেন। বাড়তি কোনো নিয়ম কানুনের ঝামেলার অপশন নেই।
লেখালেখির বিষয়বস্তু:একজন সৃজনশীল এবং আপডেট রাইটার আমাদের কাছে গ্রহণযোগ্যতা বেশি পেয়ে থাকেন। সুতরাং বর্তমান সময়ের সঙ্গে মিল রেখে ট্রেন্ডিং এবং প্রয়োজনীয় যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার কনটেন্ট সাবমিট করতে পারবেন jorapata ডটকম ওয়েবসাইটে।
আপনার জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনার কন্টেন্ট টি যেকোনো ক্যাটাগরীর আওতায় হতে পারে। আপনি এক বা একাধিক ক্যাটাগরীর লেখক হতে পারেন তাতে কর্তৃপক্ষের কোনো বিধিনিষেধ নেই।
কনটেন্ট এপ্রুভ হওয়ার শর্তাবলী:
১. একটি আর্টিকেলের টাইটেল অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এটি সম্পূর্ণ ইউনিক এবং সর্বোচ্চ ৮০ অক্ষরের হতে পারে। ৮০ অক্ষরের বেশি টাইটেল গ্রহণযোগ্য নয়।
২. ডেসক্রিপশন সর্বোচ্চ ১০০ অক্ষরের হতে পারে। ১০০ অক্ষরের বেশি ডেসক্রিপশন গ্রহণযোগ্য নয়।
৩. একটি কনটেন্ট সর্বনিম্ন ৪০০ শব্দের হতে হবে।
৪. আপনার দ্বারা সাবমিট কৃত কন্টেন্টটি অবশ্যই আপনার নিজস্ব হতে হবে এবং তা অন্য কোনো প্ল্যাফর্মে থাকা যাবে না। কন্টেন্টি ১০০% ইউনিক এবং কপিরাইট ফ্রী হতে হবে। কনটেন্ট এপ্রুভ এবং পাবলিশ হওয়ার পরবর্তীতে কপিরাইট রিপোর্ট পাওয়া গেলে কর্তৃপক্ষ যেকোনো চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
৫. আপনি যে বিষয়টি নিয়ে লিখছেন তা অবশ্যই তথ্যবহুল হতে হবে।
৬. কন্টেন্টের মাঝে বহির্ভুত বা অনাকাঙ্খিত কোনো প্রকার স্প্যাম লিংক দেওয়া যাবে না।
৭. আপনার কনটেন্ট সাবমিট করার পর তা jorapata কনটেন্ট টিম রিভিউ করবেন এবং এর জন্য সর্বোচ্চ সময় ২৪ ঘন্টা লাগতে পারে।
কনটেন্ট রাইটার আয়:j
jorapata প্রতিটা কনটেন্ট রাইটারের মেধা ও শ্রমকে অবশ্যই মূল্যায়ন করে। প্রত্যেকেই আমাদের নিকট শ্রদ্ধাশীল ও সম্মানিত ব্যাক্তি।
jorapata পেমেন্ট করে নিদ্রিষ্ট একটি এমাউন্টের ভিত্তিতে। বর্তমান আমাদের প্লাটফর্মে একজন কন্টেন্ট রাইটার মাত্র ১০ টি আর্টিকেল প্রকাশ করার মাধ্যমে ৳১০০ টাকা পেয়ে থাকেন।
এবং সর্বনিম্ন টাকা উত্তোলন লিমিট ৳১০০ টাকা। আপনার টাকা উত্তোলন করতে আপনার একাউন্টে সর্বনিম্ন ৳১০০ টাকা ব্যালেন্স হতে হবে।
jorapata কিভাবে পেমেন্ট করে:
আপনার jorapata একাউন্টে যদি ৳১০০ টাকা সমপরিমাণ ব্যালেন্স থাকে তাহলেই আপনি আপনার টাকা উত্তোলন করতে পারবেন।
jorapata পেমেন্ট মেথড হচ্ছে:
১. বিকাশ ২. নগদ ৩. রকেট ৪. ব্যাংক
এই মেথড গুলোর মাধ্যমে jorapata ডটকম পেমেন্ট করে থাকেন।
পোস্ট নিয়ম
Jorapata কিভাবে পোস্ট করবেন। উদাহরণ যদি আপনি পিকচার আপলোড করেন যে পিকচার যে টাইপের হোক না কেন ওই টাইপের টাইটেল অ্যাড করতে হবে পিকচারের মধ্যে। তারপর আপনি ওই পিকচারটা আপলোড করবেন পিকচারটি কিসের সেজন্য কিছু স্ট্যাটাস লিখতে হবে আপনাকে। যদি এমন পোস্ট না করতে পারেন তাহলে আমাদের ভিডিও আছে দেখে নিবেন। আপনি যদি আমাদের এই নিয়ম না মেনে কাজ করেন তাহলে আপনার উইথড্র বাতিল করা হবে
কমেন্ট নিয়ম
ঝরা পাতা কমেন্ট ভায়োলেশন। আপনি যদি ঝরাপাতা আজে বাজে কমেন্ট করেন আপনার একাউন্ট রেস্ট্রিক হয়ে যাবে তাই আপনাদের উচিত কমেন্ট গুলো দেখে শুনে করবেন। কমেন্ট গুলো এমন হতে হবে। যেই রকম পোস্ট হবে ওই রকম কমেন্ট দিতে হবে।
আপনার কোনো মূল্যবান মতামত অথবা প্রশ্ন থাকলে আমাদের "Contact Us" পেজ থেকে মেসেজ করুন।অথবা সরাসরি ইমেইল করুন এই ঠিকানায়: info@jorapata.com
Edit Offer
Add tier
Delete your tier
Are you sure you want to delete this tier?
Reviews
Pay By Wallet
Payment Alert
You are about to purchase the items, do you want to proceed?